অফিস চলাকালীন সময়ে দূতাবাসে নিয়মিত যোগাযোগের নম্বর দু'টি +39 06 8083595, +39 06 8079541  (ছুটির দিন ব্যতিত)। তবে, দূতাবাসের সার্বক্ষণিক পাইলট/জরুরী নম্বর দু'টি +39 3880507658, +39 324 555 6403 - ছুটির দিনসহ ২৪ ঘন্টা (24/7) চালু রয়েছে। শুধুমাত্র অতীব জরুরী প্রয়োজনে এ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য, পাসপোর্ট / কন্স্যুলার ও অন্যান্য রুটিন দৈনন্দিন অনুসন্ধান (query)/ এপয়েন্টমেন্ট গ্রহনের জন্য এই পাইলট/জরুরী নম্বর প্রযোজ্য নয়।

প্রবাসী নাগরিকদের ডাটাবেজ সংরক্ষণের কার্যক্রম

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর ১৯(২) এবং ২৪ (৩)(ক) ধারার নির্দেশনা মোতাবেক ইতালি, সার্বিয়া এবং মন্টেনেগ্রোতে বসবাসরত সকল বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস  রোম কর্তৃক  প্রবাসী নাগরিকদের ডাটাবেজ সংরক্ষণের কার্যক্রম এখন থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাসের সেবার মান আরও দ্রুত, উন্নততর এবং অধিকতর সহজলভ্য করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের কাছে তথ্য প্রদান সহজ ও কার্যকর করা, দেশের স্বার্থ সংরক্ষণে ও ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ আরও বেগবান করা, সর্বোপরি প্রবাসীদের সাথে যোগাযোগ সহজীকরণের জন্য উক্ত ডাটাবেজটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। নিবন্ধনের জন্য দূতাবাসের ওয়েবসাইট-এ এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত লিংক-এ প্রবেশ করে তথ্য ৩১ জানুয়ারী ২০২৩ তারিখ এর মধ্যে প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। লিংক: https://forms.gle/G4gbhnXwqBPZwZJV8



Book Distribution

বই বিতরণঃ

ইতালিতে বেড়ে উঠা প্রবাসীদের ছেলে-মেয়েদের বাংলা ভাষা চর্চা/শিক্ষার জন্য প্রবাসীদের দ্বারা পরিচালিত বিভিন্ন বাংলা শিক্ষা স্কুলে বাংলাদেশ সরকারের “শিক্ষা সহায়তা কার্যক্রম” এর আওতায় বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।  বই বিতরণের জন্য সাধারণতঃ প্রতিষ্ঠানকে প্রাধান্য দেয়া হয়ে থাকে। বই পেতে আগ্রহী যে কোন প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের প্যাডে মান্যবর রাষ্ট্রদূত বরাবর আবেদন করতে পারেন। আবেদন নিম্নের দুটি ইমেইলে প্রেরণ করা যেতে পারেঃ

            welfare.rome@gmail.com

          mission.rome@mofa.gov.bd