Book Distribution

বই বিতরণঃ

ইতালিতে বেড়ে উঠা প্রবাসীদের ছেলে-মেয়েদের বাংলা ভাষা চর্চা/শিক্ষার জন্য প্রবাসীদের দ্বারা পরিচালিত বিভিন্ন বাংলা শিক্ষা স্কুলে বাংলাদেশ সরকারের “শিক্ষা সহায়তা কার্যক্রম” এর আওতায় বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।  বই বিতরণের জন্য সাধারণতঃ প্রতিষ্ঠানকে প্রাধান্য দেয়া হয়ে থাকে। বই পেতে আগ্রহী যে কোন প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের প্যাডে মান্যবর রাষ্ট্রদূত বরাবর আবেদন করতে পারেন। আবেদন নিম্নের দুটি ইমেইলে প্রেরণ করা যেতে পারেঃ

            welfare.rome@gmail.com

          mission.rome@mofa.gov.bd