অফিস চলাকালীন সময়ে দূতাবাসে নিয়মিত যোগাযোগের নম্বর দু'টি  +39 06 8079541, +39 06 8083595  (ছুটির দিন ব্যতিত)। তবে, দূতাবাসের সার্বক্ষণিক পাইলট/জরুরী নম্বর দু'টি 351 102 6825, 351 176 6537 - ছুটির দিনসহ ২৪ ঘন্টা (24/7) চালু রয়েছে। শুধুমাত্র অতীব জরুরী প্রয়োজনে এ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য, পাসপোর্ট / কন্স্যুলার ও অন্যান্য রুটিন দৈনন্দিন অনুসন্ধান (query)/ এপয়েন্টমেন্ট গ্রহনের জন্য এই পাইলট/জরুরী নম্বর প্রযোজ্য নয়।


Consular Fees



দূতাবাসে সেবা গ্রহণের জন্য প্রদেয় ফিস সমূহ


সার্টিফিকেট (ভাষান্তরিত)

২৮ ইউরো

পাওয়ার অব এটর্নি

২৮ ইউরো

পাসপোর্টের ফটোকপি সত্যায়ন

০৩ ইউরো (প্রতি পৃষ্ঠা)

জন্মনিবন্ধন সনদ (নতুন এবং সংশোধন)

০১ ইউরো

মেশিন রিডেবল পাসপোর্ট

১০০ ইউরো

* শিক্ষা প্রতিষ্ঠানের সাম্প্রতিক সময়ের (চলতি বৎসরের) সার্টিফিকেট জমা প্রদান সাপেক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য এই ফি ৩০ ইউরো, তবে ছাত্র-ছাত্রীদের বয়স ৬ বছর বা তার বেশি হতে হবে

ই-পাসপোর্ট 

১৩০ ইউরো (৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট)

* শিক্ষা প্রতিষ্ঠানের সাম্প্রতিক সময়ের (চলতি বৎসরের) সার্টিফিকেট জমা প্রদান সাপেক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য  এই ফি ৩৫ ইউরো, তবে ছাত্র-ছাত্রীদের বয়স ৬-১৮      বছর (৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট)

ছাত্র-ছাত্রীদের জন্য  এই ফি ৫৫ ইউরো, তবে ছাত্র-ছাত্রীদের যাদের বয়স ১৮ বছরের উপরে (৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট)

ট্রাভেল পারমিট

২৮ ইউরো

NVR (নো-ভিসা)

৫০ ইউরো


ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ

৪০ ইউরো