অফিস চলাকালীন সময়ে দূতাবাসে নিয়মিত যোগাযোগের নম্বর দু'টি  +39 06 8079541, +39 06 8083595  (ছুটির দিন ব্যতিত)। তবে, দূতাবাসের সার্বক্ষণিক পাইলট/জরুরী নম্বর দু'টি +39 324 555 6403, 351 176 6537 - ছুটির দিনসহ ২৪ ঘন্টা (24/7) চালু রয়েছে। শুধুমাত্র অতীব জরুরী প্রয়োজনে এ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য, পাসপোর্ট / কন্স্যুলার ও অন্যান্য রুটিন দৈনন্দিন অনুসন্ধান (query)/ এপয়েন্টমেন্ট গ্রহনের জন্য এই পাইলট/জরুরী নম্বর প্রযোজ্য নয়।


Jail Visit

জেলখানা পরিদর্শন:

ইতালির বিভিন্ন জেলখানায় বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত আসামী হিসেবে আটককৃত বাংলাদেশি নাগরিকদের সনাক্তকরন, তাদের বর্তমান অবস্থা জানা, পরিবারের সাথে তাদের যোগাযোগ স্থাপন করে দেয়া এবং ক্ষেত্র বিশেষে আইনী সহায়তা গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদানের জন্য ইতালির বিভিন্ন জেলখানা পরিদর্শন করা হয়। এতদসংক্রান্ত যে কোন ধরণের যোগাযোগ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের ইমেইলে (welfare.rome@gmail.com) করা যেতে পারে।