অফিস চলাকালীন সময়ে দূতাবাসে নিয়মিত যোগাযোগের নম্বর দু'টি  +39 06 8079541, +39 06 8083595  (ছুটির দিন ব্যতিত)। তবে, দূতাবাসের সার্বক্ষণিক পাইলট/জরুরী নম্বর দু'টি 351 102 6825, 351 176 6537 - ছুটির দিনসহ ২৪ ঘন্টা (24/7) চালু রয়েছে। শুধুমাত্র অতীব জরুরী প্রয়োজনে এ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য, পাসপোর্ট / কন্স্যুলার ও অন্যান্য রুটিন দৈনন্দিন অনুসন্ধান (query)/ এপয়েন্টমেন্ট গ্রহনের জন্য এই পাইলট/জরুরী নম্বর প্রযোজ্য নয়।


NID করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

১। NID আবেদনের জন্য অনলাইন ফর্ম পুরন করতে হবে।

২। ইংরেজি জন্ম নিবন্ধনের ফটোকপি।

৩। জন্ম নিবন্ধনের অনলাইন ভেরিফাইড কপি।

৪। Valid মুল পাসপোর্ট।

৫। Valid মুল পাসপোর্টের ফটোকপি।

৬। এক কপি পাসপোর্ট সাইজের ছবি।